সালমান শাহ স্টেশন - কাশিমপুর, গাজীপুর মহানগর।

 বাংলা চলচ্চিত্র ইতিহাসে এক ধুমকেতর নাম - সালমান শাহ।১৯ শেষ সেপ্টেম্বর ১৯৭১ ইং সিলেটের দরিয়া পড়া সালমান শাহর জন্ম। গত ১৯শে সেপ্টেম্বর ২০২২ ইং তার ৫১তম জন্ম দিন ছিল। তার মৃত্য ৬ই সেপ্টেম্বর ১৯৯৬ ইং নিউ ইস্কাটন, ঢাকা।


 from fb - DM MASUD 

তার চলচ্চিত্র ২৪ বছর কেরিয়ার জীবনে প্রথম চলচ্চিত্র  "কেয়ামত থেকে কেয়ামত" এবং শেষ চলচ্চিত্র  "বুকের ভেতর আগুন" এই দুই চলচ্চিত্রের মাঝ খানে আর ২৪ টি চলচ্চিত্র সহ মোট ২৭ টি চলচ্চিত্র দিয়ে বাংলার অলিগলিতে হাজার হাজার ভক্তের হৃদয়ে স্থান করে নিয়ে ছিলেন সালমান। এমনি এক সালমান ভক্তের দেখা মিলেছে কাশিমপুর, গাজীপুর মহানগর ৫নং ওয়ার্ডে সুরাবাড়ীত। এই সালমান ভক্তের নাম- দেওয়ান মোহাম্মদ মাসুদ। 

From fb- D M Masud

দেওয়ান মোঃ মাসুদ সংক্ষেপে ডিএম মাসুদ, তার সম্পর্কে এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, প্রকৃত পক্ষে সে এক জন সংস্কৃতি মনা ব্যক্তি। তার ব্যক্তিত্ব, আদর্শীকতায় নিজের প্রতি নিজে অটুট। ডিএম মাসুদ এক জন সফল ব্যবসায়ী। প্রতি নিয়ত স্বপ্নের নায়ক সালমান শাহর আদর্শ, ব্যক্তিত্ব,উদারতা বিকাশে নিজেকে নিবেদিত রাখেন। সালমান শাহর নামে তিনি - কোনাবাড়ী টু আশুলিয়া মহাসড়ক এ ৫নং ওয়ার্ড়- সুরাবাড়ী এলাকায় একাংশে মহানায়ক সালমান শাহ বাস স্টেশন স্থাপন করেন। ডিএম মাসুদ মনে করেন পৃথিবীর ভূমি যত দিন থাকবে, সালমান স্টেশন তত দিন থাকবে। যুগ যুগান্তরে এই স্টেশনের নাম করনের মাঝে অমর নায়ক সালমান শাহ পৃথিবীতে বেচে থাকবেন। 


from fb- D M Masud 

শুধু তাই নয়, পছন্দের মানুষ, পছন্দের নায়ক, স্বপ্নের নায়ক, বাংলা চলচ্চিত্রের মহানায়ক, যার মৃত্যুতে অনেক ভক্তের হৃদয়ে রক্ত খনন হয়েছিল। মহানায়ক কে সিনেমার পর্দায় তার নিখুঁত, প্রাণবন্ত, আধুনিক স্টাইলিশ অভিনয় দেখে- অনেক রমনী একক প্রেমে পড়ে নিজেদের জীবন আত্ম হতি দিয়ে ছিলেন। এমন ইতিহাস- বিশ্বের বুকে শুধু বাংলাদেশের  বাংলা চলচ্চিত্রের মহানায়ক সালমান তার মৃত্যুতে ৬ সেপ্টেম্বর ১৯৯৬ সালে রচনা করে দিয়ে গেছেন।

ডিএম মাসুদ তার নিজ অর্থায়নে প্রতি বছর সালমান শাহর মৃত্যু বার্ষিকি তে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে থাকে। সালমান পাগল এই ভক্ত, সালমান স্মরণে গরিব ও এতিমদের মাঝে খাবার পরিবেশন করে থাকেন। সালমান শাহর জন্ম দিনে কেক কেটে মহানায়কে স্মরণের মাধ্যমে তার জীবন ধারায় সালমান শাহর আদর্শ, নৈতিকতা, ব্যক্তিতের জীবন পরিচালনার গুরুত্বপূর্ণ ভূমিকা আলোচনা রাখেন। 

সত্যিই, সালমান ভক্ত ডিএম মাসুদের গড়া এই সালমান বাস স্টেশন এক দিন কাল এর সাক্ষ্য হয়ে প্রতীয়মান হবে। সালমান শাহর স্মরণের মানুষ আজীবন ডিএম মাসুদ কেউ মনে রাখবে। আলোচনায় এক দিন পঞ্চ মুখে হয়ে উঠবে - প্রয়াত সালমান শাহর প্রতি ডিএম মাসুদের অকৃতিম ভালবাসার কথাও।

Post a Comment

নবীনতর পূর্বতন