যুদ্ধের ২১৯ তম দিনে ইউক্রেনের চারটি অঞ্চল অনুষ্ঠানিক দখল- রাশিয়ার।

 গতকাল শুক্রবার রাশিয়ার রাষ্ট্রপতি, ভ্লাদিমির পুতিন ইউক্রেনীয় চারটি অঞ্চল কে দখল দার হিসেবে আনুষ্ঠানিক ভাবে স্বাক্ষর করেছেন।


from online 

ভ্লাদিমির পুতিন ক্রেমলিনের নথি স্বাক্ষরিত অনুষ্ঠানে বলেন- "আজ থেকে ইউক্রেনীয় দক্ষল কৃত চারটি অঞ্চল - ডোনেটস্ক, লুহানস্ক, খেরসন এবং জাপোরিঝিয়া রাশিয়ার ভূখণ্ডের সাথে সম্প্রতি। এ অঞ্চল গুলোতে রাশিয়ার সার্ব ভূতত্ত্বের আধিপত্য বিস্তার করবে। এই চারটি অঞ্চল সাদরে তা গ্রহণ করবে এবং রাশিয়ার অধিনস্থে তাদের চলতে হবে।

 

from online 

কিন্তু ইউক্রেন ও পশ্চিমা দেশ গুলো রাশিয়ার এ আনুষ্ঠানিকতা কে অবাঞ্চিত বলে জানিয়েছেন।

অপর দিকে জাতিসংঘের মহাসচিব বলেন- ইউক্রেনের অঞ্চল গুলো রাশিয়ার সংযোজনে নিয়ে আসাটা একটু বিপজ্জনক বৃদ্ধি পেলো!  

অপর দিকে বিশ্বের প্রথম শক্তি ধর রাষ্ট্র USA এর ডেমোক্রেটিক এটবং রিপাবলিকান আইন প্রনেতারা রাশিয়ার সংযোজন অনুষ্ঠান কে নিন্দা করেছন। এই অবস্থায় ইউক্রেনের পাশে আছেন  বলে জানি য়েছেন।


Post a Comment

নবীনতর পূর্বতন