জ্বালানি তেলের দাম স্থিতিশীলতায় বিশ্ব বাজারে রাশিয়ার ভুমিকা।

মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন UAE এর প্রতিপক্ষ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে একটা আলোচনা সভায় জোর কন্ঠে বলেছেন যে- "রাশিয়ার লক্ষ্য বিশ্ব বাজারে জ্বালানি সম্পদের স্থিতিশীলতা নিশ্চিত করা এবং এ কাজে কাউকে বাধা সৃষ্টি না করা।" পুতিন আরও বলেন- UAE এবং রাশিয়ার মধ্যকার সম্পর্ক খুবি গভীর। আমাদের দুই দেশ OPEN+ এর মাধ্যমে সমন্বয় সাধনের করে কাজ করে থাকি, আমাদের সিদ্ধান্ত কারো বিরোধিতা পরিচালনা করার জন্য নয়। রাশিয়া সংযুক্ত আরব আমিরাদ সম্পর্কে অবগত আছে যে, তারা এখন কোন অবস্থানে আছেন।

From online  
যার ফলে আমাদের জ্বালানী সম্পদ সরবরাহের চাহিদাও ভারসাম্য পূর্ণ্য হয়।" গত সপ্তাহে পেট্রোলিয়াম রপ্তানিকারি দেশ ও মিত্র দের সংগঠন (OPEN+) নভেম্বর থেকে প্রতি দিন ২বিনিয়ন ব্যারেল তেল উৎপাদন করতে এক মত প্রকাশ করেছেন। শুধু মার্কিন যুক্তরাষ্ট্র এক মতের বিরদ্ধে ছিলো। তার পরে এ সিদ্ধান্ত পাশ হয়। এই পদক্ষেপ বিশ্ব বাজারে তেলের দাম সর্ব শেষ স্লাইড টি স্টেম করবে বলে পুতিন আশা করেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে বলেন - "ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেনরে এই পদক্ষেপ শুধু মাত্র অসহায়ত্ব ও অজ্ঞানী কর্ম কান্ড ছাড়া আর কিছু নয়।" 

এদিকে বিশ্ব বিশেষজ্ঞ ব্লুমবার্গের মনে করেন - "এটি মার্কিন যুক্তরাষ্ট্রের  জন্য হুশিয়ারি, কেন না- আউটপুট কাটা তেলের দাম যাতে ১০০ ডলার এর উপরে লাফিয়ে না উঠতে পারে তারি পদক্ষেপ মাত্র। অপর দিকে যুক্তরাষ্ট্রের মজুদ করে রাখা তেলের উপর ট্যাপ করতে বাধ্য করবে।" 

বিশেষজ্ঞ মহল মনে করেন যে- পুতিন সংযুক্ত আরব আমিরাতে (UAE) দ্বারা গত সপ্তাহের দাম ক্যাপ প্রথমর্বতন প্রতিক্রিয়া হিসেবে OPEN+ ঘোষিত তুলনায় আরও বড় আউটপুট তেল উত্তোলন করতে পারে। যা মার্কিন যুক্তরাষ্ট্রের জ্বালানি সম্পদের বর্তমান মূল্যের উপর মন্দা প্রভাব বিস্তার ফেলতে পারে।

 

Post a Comment

নবীনতর পূর্বতন