মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন UAE এর প্রতিপক্ষ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে একটা আলোচনা সভায় জোর কন্ঠে বলেছেন যে- "রাশিয়ার লক্ষ্য বিশ্ব বাজারে জ্বালানি সম্পদের স্থিতিশীলতা নিশ্চিত করা এবং এ কাজে কাউকে বাধা সৃষ্টি না করা।" পুতিন আরও বলেন- UAE এবং রাশিয়ার মধ্যকার সম্পর্ক খুবি গভীর। আমাদের দুই দেশ OPEN+ এর মাধ্যমে সমন্বয় সাধনের করে কাজ করে থাকি, আমাদের সিদ্ধান্ত কারো বিরোধিতা পরিচালনা করার জন্য নয়। রাশিয়া সংযুক্ত আরব আমিরাদ সম্পর্কে অবগত আছে যে, তারা এখন কোন অবস্থানে আছেন।
একটি মন্তব্য পোস্ট করুন