কাতারে বাংলাদেশী শ্রমিকরা আকাশের নিচে রাত কাটাচ্ছে ।

 আরব দেশ গুলোকে আধুনিক সভ্য জাতির দেশ বলা হলেও - এদের ভেতরে এখনো বর্ণবাদ, হিন মন মানসিকতা যায় নি! কৃর্তদাস- দাসীর আচরণ গত রেওয়াজ রয়েই গেছে।  আসন্ন আগামী ফুটবল বিশ্বকাপ ২০২২ কে গিয়ে গত কয়েক মাস যাবৎ তড়িৎগতিতে কাজ করে শেষ হলো কাতারের অনুষ্ঠিত হওয়া ফুটবল ম্যাচ এর স্টেডিয়ামের সকল প্রকার কাজ। 


ঐ কাজ সম্পদনে অংশ নিয়েছিল বাংলাদেশ সহ আরও কয়েকটি দেশের বিদেশী শ্রমিক। অথচ বিশ্ব কাপ ফুটবল ২০২২ এর বহিরাগত দর্শক দের থাকার জন্য দীর্ঘদিন  অবস্থান রত 🇧🇩 বাংলাদেশী শ্রমিক দের ভাড়াটিয়া রুম থেকে বের করে দেওয়া হচ্ছে। এমতাবস্থায় বাংলাদেশী শ্রমিকদের রাত কাটানোয় ঠাই হচ্ছে খুলা আকাশের নিচে বা গাছতলায়। মানবতর জীবন যাপনের জন্য দুঃখের কথা প্রকাশ করে গণমাধ্যমে এ বিষয় গুলো তুলে ধরেন। 


বাংলাদেশী কাতার রাষ্ট্রদূত এর কাছে শ্রমিক দের নিরাপত্তার নিশ্চিত ও প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ  নেওয়ার জন্য আকুল আবেন জানিয়েছেন। 

অপর দিকে "বিশ্ব আকাশ বার্তা" সহ "বিবিসি নিউজ" "আল-জাজিরার" বিশেষ বিশেষ গণ মাধ্যম গুলো এই বার্তা প্রকাশের পর কাতারের প্রতি তীব্র নিন্দা প্রকাশ করেছেন ফুটবল বিশ্ব। সবার একি প্রশ্ন উঠে আসছে- বর্ণবাদী আচরণ গত কাতার কি করে ফিফা ফুটবল বিশ্বকাপ ২২ ইং আয়োজক হিসেবে গণ্য হয়? 

যাদের মনে এখনো মানুষে মানুষের শ্রেণির বৈষম্য, কৃতদাস - দাসীর প্রবৃত্তি, ধনী-গরীবের বৈষম্যমূলক আচরণ রয়েই গেছে তারা আপাতত বরেণ্য ফুটবল বিশ্বকাপ কাপের আয়োজক হওয়ার যোগত্যা রাখে না।

Post a Comment

নবীনতর পূর্বতন