জানুয়ারি ২০২৩ সালে এক শিফটে সকল প্রাঃ বিদ্যালয় পরিচালিত হব- বিদায়ী সচিব আমিনুল ইসলাম খান!

 গত ৩০শে সেপ্টেম্বর ২০২৩ প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান বিদায় কালে জানিয়ে গেলেন - আগামী জানুয়ারি ২০২৩ থেকে বাংলাদেশের সকল প্রাঃ বিদ্যালয় এক শিফটে পরিচালিত হবে। তিনি আরও বলেন- এর কাজ ৯০শতাংশ শেষ। তিনি আরও বলেন- যে, এক শিফট হওয়ার কারণে শিক্ষক এর উপস্থিতি যথা সময় নিশ্চিত, ক্লাশের সময় বৃদ্ধি পাবে, কোন স্কুল বন্ধ হওয়ার সম্ভাবনা কম থাকবে। শিক্ষকের চাকুরির নিরাপত্তার নিশ্চিত হবে।


সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন- "সরকার তরিত গতিতে বিদ্যালয় ভবণ নির্মাণ করতে এ মুহূর্তে পারচ্ছে না। শিক্ষক শিক্ষার্থীদের সমন্বয় স্বাপেক্ষ শ্রেণির কক্ষ ভাগাভাগি করে দেওয়া হবে। অনেক বিদ্যালয়ের জমির সংকট রয়েছে আর অনেক গুলোর বিদ্যালয়ের পর্যাপ্ত পরিমাণে জমি রয়েছে সেখানে ভবন করার পরিকল্পনা সরকারের রয়েছে।"

শিক্ষক স্থানান্তরিত বিষয়ে সচিব বলেন- যারা শিক্ষক পেশায় ১০-১২ বছর পর্যন্ত কাজ করছেন তাদের কে তিন বছর পর পর বদলি করার ব্যবস্থা গ্রহণ করেছেন।

শিক্ষক নিয়োগ বিষয় জানতে চাইলে সচিব বলেন-" শিক্ষক নিয়োগ এর ফলাফল প্রকাশ আমরাই করতাম- কিন্তু কোবিড-১ এর কারণে বর্তমানে স্থগিত করেছে সরকার। তবে আগামী বিজয় দিবসের পূর্বেই এ বিষয়ে সরকার সুদৃষ্টি আরোপ করবেন বলে আশা করা যায়।


Post a Comment

নবীনতর পূর্বতন