শাবনুর তার facebook যা লিখেছেন।

 আমাদের সবার প্রিয় অভিনেত্রী নব্বই দশকের পর সালমান শাবনূর এর জুটি দিয়ে বাংলা চলচ্চিত্রের এক নতুন অধ্যায় শুরু হয়েছিল! রাজ্জাক - শাবানা ম্যাম এর পর যদি কোন জুটি আপাময় জন সাধারনের মনে স্থান করে নিয়ে থাকে সেটা হলো সালমান শাহ-শাবনূর। শাবনূর তার নিজের কিছু মনের কথা ফেসবুকে তুলে তারই ধারাবিকতা হুবোহুব তুলে ধরা --- 



"আজকাল অনেক তারকারা মিডিয়ায় তাদের পারিশ্রমিক নিয়ে কথা বলতে বেশ সাচ্ছন্দবোধ করেন।নিজেরা নিজেদের স্টার,সুপারস্টার,মহাতারকা দাবী করে,তাদের সব সিনেমা ব্লকবাস্টার,আন্তর্জাতিক মানের,মাইলস্টোন বলে নিজেদের পরিচয় দেন।সেসবে আবার কেউ তাদের মতের বিরুদ্ধে গেলে বাজেভাবে কথা শোনাতেও দেখা যায়।


আপনি যদি সুপারস্টার,মহাতারকা হয়ে থাকেন দর্শকরা আপনাকে এমনিতে মনে রাখবে,এই যুগে এসে নিজেদের পরিচয় নিজেরা দেয়ার দরকার কি? আমার জানা মতে,বাংলা সিনেমায় শাবনূর সবচেয়ে বেশি পলিটিকস এর স্বীকার,তাকে নিয়ে যত নেগেটিভ প্রচারণা,সংবাদ লিখা হতো অন্য কোন তারকার ক্ষেত্রে তেমনটা ঘটেনি।তারপরও সবকিছুকে পেঁছনে ফেলে শাবনূর যেভাবে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে কিংবা দর্শকরা যেভাবে শাবনূরকে মনে রেখেছেন এটায় একজন শাবনূরের সবচেয়ে বড় পাওয়া।শাবনূর নিয়ে এতো কিছুর পরও শাবনূর আজ অবধি কারো নামে বাজে কিছু বলেনি।শাবনূরের ব্যক্তিত্বটা এমনই।


যাই হোক,পত্রিকায় স্পর্ষ্ট লেখা শাবনূর আট লাখ টাকা পারিশ্রমিক নিচ্ছেন(সালটা যদিও জানা নেই)।ঢাকাই চলচ্চিত্রে এর আগে কোনো নায়িকা এতো পারিশ্রমিক নেয়নি,যেটা অপ্রতিদ্বন্দ্বী নায়িকা শাবনূর নিয়েছেন!" 


সারা বাংলাদেশে দর্শক জড়িপে এখনো শাবনূরের চাহিদা অনেক বেশি! এখনো নিজের বডি,ফিটনেস নিয়ন্ত্রণে নিয়ে আসলে সিনেমার পর্দায় শাবনূরের জায়গা সবার উপরে। যেমন গ্রামাটিক অভিনয়, তেমনি দর্শক আলোচিত সুন্দরী। বাংলা চলচ্চিত্র এখনো তার অপেক্ষায় রয়েছে। 




Post a Comment

নবীনতর পূর্বতন