বগুরা চার ও ৬ আসনে স্বতন্ত্র এমপি পদপ্রার্থী হিসেবে মোঃ আশরাফুল আলম উর্ফে হিরো আলম। নিতান্তই এক জন ক্ষমতাসীন দলের পদপ্রার্থীর ন্যায় রাজনীতির মাঠে লড়াই করে যাচ্ছে। সার্বক্ষনিক মিডিয়া একটা খবর তৈরীর জন্য হিরো আলমের পিছু পিছু ছুটছেন। মানুষের বাড়ী বাড়ী গিয়ে ভোট ও দোয়া চাচ্ছেন।
ভোটের মাঠে- মেয়ের স্কুলে বাবা আশরাফুল আলম উর্ফে হীরু আলম
সাধারণ মানুষও হিরো আলমের উপস্থিতি পেয়ে খুশি হচ্ছেন। একান্তই হৃদয় নিগ্রহের মমতা দিয়ে মানুষ কে আপন করে কাছে ডাকছেন। এই কালো মানুষটি ভালবাসার আলো ছড়িয়ে দিয়ে সকল শ্রেণীবিভাগ ভুলে "বাবা" সম্মুধনে ডাক দিয়ে ভোট চেয়ে যাচ্ছে।
কখনো মেয়ের স্কুলে, কখনও গরুর হাটে, কখনও পাড়ায় পাড়ায়, কখনও রাস্তায় আবার কখনো নিজের বাড়ীতে সংবাদ সম্মেলন করে বগুড়া বাসির কাছে ভোট চাচ্ছেন।
হীরু আলম নিতান্তই এক জন আদর্শ পিতা, বাবা মার এক জন সুসন্তান, গ্রামবাসীর মাঝে এক জন আদর্শ প্রতিবেশী। এক জন ভাল মনের মানুষ। এক সৎ ব্যক্তিত্ববান। বিশ্ববাসী আজ হীরু আলম কে প্রতিনিধিত্ব করে, প্রতিদিনের নিউজের একটি গুরুত্বপূর্ণ আইকন। দেখা যাক এই সরল মানুষ টা বগুড়া ৪ ও ৬ নং আসনের মানুষ গুলো তাকে কত টুকু মর্যাদা দেয়।
একটি মন্তব্য পোস্ট করুন