বাংলাদেশে open close পোশাকে এবার ভাবনা!

 বাংলাদেশে সর্ব প্রথম open close পোশাকে অভিনেত্রী জয়া আহসান ফটোসর্ট দিলেও এবার সেই জায়গাতে স্থান পেলেন আরেক অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। জন্ম- ৩রা আগস্ট ১৯৯৪ ঢাকা, এ সাথে ভাবনা ক্লাসিকাল ড্যান্সার, মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা।

 


বাবা হাবিবুল হক এক জন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্য কার, মা রেহানা হাবিবুলা এক জন গৃহিণী -- 


টিভির ছোট পর্দায় ভাবনার জনপ্রিয়তার ত্রুটি নেয়। বাবা মার ইচ্ছায় একটি চলচ্চিত্রেও মুল চরিত্রে অভিনয় করেছেন। এবার পথচলা চলচ্চিত্র পাড়ায়। নিজের গ্রার্মাটিকাল রোমাঞ্চকর open close পোষাক পরিহিত ফটোসেশান আর নিজের উজন কমাতে ব্যস্থ এই অভিনেত্রী! 

নায়িকা রূপে বড় অত্তপ্রকাশের জন্য নিজে ফিড কর আবার ফিরছেন বড় পর্দায় - অন্য একটি চলচ্চিত্র নিয়ে।


Post a Comment

নবীনতর পূর্বতন