পূজা চেরি সম্ভাবনাময় শাবনূর, মৌসুমি, চম্পা,দিতিতে কাতারে নাম লেখানোর মত নায়িকা। ভবিষ্যতে ভুল কোন পথে পা না রাখলেই উজ্জল নক্ষত্র তার সামনে প্রতিয়মান। কেন নয়- গ্যামারটিক্যাল অভিনয়, শৈলী চেহারা, দর্শক চাহিদার মত কথা বলার ভঙ্গি, এগুলো সবি গুনী অভিনয় শিল্পীর বৈশিষ্ট্য। শাবনূর, মৌসুমি, চম্পা,দিতি, শাবানা মেডাম সহ শতাধিক চলচ্চিত্রের হিরোইন তাদের স্ব স্ব সময়ে #BFDC তে অভিনয়ের দাপটে রাজ্যত্ব করতেন।
ফেসবুক থেকে সংগ্রহীত
ঠিক এমন একটি সময় পূজা চেরি চলচ্চিত্রে পা রেখেন সুন্দরী, সুশ্রী,নায়িকা হিসেবে শাবনূরের পরেই তাকে দর্শকরা মনে করছেন। অপর দিকে "মায়া" সিনেমায় অভিনয় নিয়ে বেশ ঘুল মাতাল চলচ্চিত্র পাড়া! কে হচ্ছেন - কে হচ্ছেন শাকিবের বিপরীতে "মায়া" সিনেমার নায়িকা? যদিও শাকিব খান এক সংবাদ সম্মেলনে পূজা চেরির কথা ঘোষণা দিয়ে ছিলেন- পরবর্তীতে নিজের ভেরি ফাই ফেসবুক পেইজে "মায়া" সিনেমায় অভিনয় করছেন না বলে জানিয়ে দিয়েছেন পূজা চেরি।
পূজা চেরি বলেন- "কে নায়ক? সেটা বড় কথা নয়! গল্পটা ভাল হতে হবে।"
"মায়া" সরকারি অনুদানের চলচ্চিত্র নির্মাণ হচে যাচ্ছে। দর্শক জরিপে - পূজা চেরির সিদ্ধান্ত কে ৮০% "good"
এবং ২০% "Bad" সমর্থন জানিয়েন।
অপর দিকে পূজা চেরি অভিনীত "পরি" মুক্তি পাচ্ছে ৮ই মার্চ বিশ্ব নারী দিবসে।
সারা বাংলাদেশে এক যোগে বিভিন্ন সিনেমা হলে "পরি" প্রদর্শীত হবে বলে পূজা চেরি জানিয়েছেন। দর্শকদের হলে গিয়ে টিকেট কেটে "পরি" সিনেমা দেখার অনুরোধ জানিয়েছেন।
একটি মন্তব্য পোস্ট করুন