গত কাল ১লা এপ্রিল হিরু আলম ডিবি অফিসে গিয়েছিলেন! অনেকের মনে সন্দেহ হতে পারে যে, হয় তো ডিবি পুলিশ তাকে এরেস্ট করে নিয়ে গিয়েছেন! আসলে তা নয়- সেই ধারণা টা ভেঙ্গে দেওয়ার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএসপি ও ডিবি পুলিশের প্রধান কমিশনারে কর্যালয়ে ডিবির প্রধান হারুন অর রশিদ সাথে কিছু সময় লাইভ ভিড়িও এবং ফটোসেশান করেছেন। ডিবি প্রধানের পক্ষ থেকে হিরু আলম কে এফতারি পরিবেশন করা হয়।
হিরু আলম ডিবি প্রধানের কাছে থেকে মাথায় নিচু করে দোয়া প্রার্থনার দাবি করলে- হিরু আলমকে ডিবি প্রধান দোয়া করে দেন।সেখান থেকে বের হয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত গণমাধ্যম কর্মীদের অভিহিত করেন। আরব খান কে নিয়ে গণমাধ্যম কর্মীর এক প্রশ্নের জবাবে বলেন-"আমি আইনের শ্রদ্ধাশীল, তদন্তের স্বার্থে আমি হিরু আলম সার্বিক ভাবে পুলিশ কে সহযোগী করবো বলে জানিয়েছি।"
ঠিক সেই দিন রাত ৭:৩৩ pm তার ফেসবুক পেইজে এসে বিস্তারিত ভাবে ডিবি কর্যালয়ের যাওয়ার কারণ গুলো তুলে ধরেন।
তিনি ফেসবুক লাইভে এসে দেশবাসীকে সালাম দিয়ে বলেন- (সংক্ষিপ্ত)" সবারি প্রশ্ন আমি ডিবি অফিসে কেন? ডিবি অফিসে আমি অভিযোগ করতে গিয়েছিলাম - আমি অভিযোগ করতে চায়নি। কারণ দেখেন পৃথিবীতে আমি নিজেকে এক মনে করি! কারণ কি জানেন? এক আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ আমাকে সহযোগিতা করেনি।আল্লাহ পাকের পর এ দুনিয়াতে এক মাত্র আইনের সহযোগিতা ছাড়া কে আমাকে বাচাতে পারবে বলুন তো? অনেকের মনে করেন- শেল্টার দেওয়ার মত লোক আছে, টাকা আছে, কেউ মনে করেন ক্ষমতার জুড়ে শেল্টার দেখায়, কেউ কোন না কোন দলের সাথে জড়িত। কিন্তু আমি হিরু আলম এক আল্লাহ ছাড়া আমার কোন প্রচেষ্টা নাই। আমাকে কেউ সহযোগিতা করে না! কিছু চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রী উপর বাধ্য হয়ে অভিযোগ তুলেছি, আমার একটি মাত্র ইউটিউব চ্যানেল সেটাও লোক জন স্টাইক মেরে মেরে নষ্ট করার চেষ্টা করতেছে। আমার কিছু কনটেন্ট নিজের নামে লাইসেন্স নিয়েছে। তাহলে আমি বিচারটা কার কাছে দেব বলেন তো?
আমি তো তাদের উপর কোন অভিযোগ করতে চায়নি, আমি তো কারো কাছে কোন দরকারের জন্য যায় না, কোন সহযোগীর জন্য যায় না, তাহলে তারা কেন আমাকে মানসিক টর্চারে রাখবে?
আমি এরকম জীবন তো চায়নি? আমি আর-দশটা ছেলে মেয়ের মত চলা ফেরা করতে চেয়েছি। আমি তো মনে করুন- অন্যান্য মানুষের মত বাঁচতে চেয়েছি।
এক জন মানুষ কত ক্ষণ অবহেলার কথা শুনতে পারে?আমি আজকে একটা অবহেলার পাত্র। মানুষ কেন আমাকে ঘৃণা করে বলেন তো? কেন আমাকে অবহেলা করে বলুন তো?
আজকে অনেক পরিচালক,অনেক ডিরেক্টর, অনেক অভিনেতা অভিনেত্রী আমাকে নিয়ে কথা বলে, আমার চেহারা নিয়ে কথা বলে! আমি দেখতে ভাল না! আমি ভাল করে কথা বলতে পারি না!ভাল পোষাক পড়তে পারি না! এটা কি আমার অপরাদ?
প্রতেকটা মানুষ সন্তান কে প্রশিক্ষণ দেন- কি ভাবে চলাফেরা করতে হবে; চলচ্চিত্রের লোক তো এক জন না এক জন শিখায়; আমাকে কেউ শিখায়ছেন, বলোন তো?
কেউ আমাকে ডেকে নিয়ে পাশে বসিয়ে বলেছিলেন-? আলম তুমি এই ভাবে চলে!এটা এই ভাবে কর!বলেনি!
পড়াশোনার বেপারেও কোন উপদেশ দেন নি!অভিনয়ের বেপারেও কোন উপদেশ দেন নি! পোষাকের বেপারেও কোন উপদেশ দেন নি।
কিন্তু আমাকে নিয়ে শুধু বাজে কথা বলেছেন- আমি সম্মান নষ্ট করতেছি, আমি রুচি নষ্ট করতেছি!
আমি কার রুচি নষ্ট করতেছি বলেন তো?
আমাকে আপনার ভাল না লাগলে দেখবেন না!
কেন আমাকে গালি দেন আপনারা?আমি তো আপনাদের গালি দিতে চায় না? আমি আপনাদের ভালবাসা নিয়ে থাকতে চায়।
আমি আপনাদের বিরুদ্ধে অভিযোগ করতে বাধ্য হয়ে ডিবি অফিসে গিয়েছিলাম। সবি তো জানেন - নুন আনতে পান্তা ফুরায়ছে- তাই নিজেকে সম্পূর্ণ ভাবে তৈরি করতে পারিনি।"
পরিশেষে গুরুজন দের কাছে ভুল ত্রুটির ক্ষমা চেয়ে। সবাই ভাল থাকবেন, দোয়া রাখবেন বলে লাইভ টি শেষ করে দেন হিরু আলম!
একটি মন্তব্য পোস্ট করুন