আলোচিত সমালোচিত আশরাফুল আলম হিরু গত ০২ মে ২০২৩ ইং রোজ মঙ্গলবার ঢাকা মহানগর ডিএমপি ডিবির প্রধান কর্যালয়ে ডিবি প্রধান হারুন-অর-রশিদ সাহেবের সাথে স্বাক্ষর করেছেন-
এবিষয়ে ডিএমপি ডিবির প্রধান হারুন-অর-রশিদ সাহেবের কাছে জানতে চাইলে তিনি বলেন-"সাইবার টিমের কাছে হিরু আলম সাহেব এসেছেন ওনার কিছু প্রবলেম রয়েছে। উনি এর আগেও এসেছিলেন। উনার ফেসবুক, ইনস্টাগ্রাম সহ তার নয়টা একাউন্ট আছে। এই নয়টা আইডি হ্যাক হয়ে গেছে এবং এই তার এই আইডি গুলোতে অনেক ভিউ ছিল। তার ভিউ প্রায় ২২ লক্ষ ছিল।এখন সে হ্যাক হওয়া কারণে কোন টাকা পয়সাও পাচ্ছে না এবং হ্যাকারেরা সবাই হ্যাক করে নিয়ে গেছে।যার কারণে হিরু আলম সাব ডিবির সাইবার ইউনিটের কাছে এসেছে। তার প্রবলেম এর কথা বলেছে। এবিষয়ে তাকে একটা আবেদন করতে বলেছি- তিনি আবেদনও করেছেন। এখন তার যে নয়টা একাউন্ট ছিল সে গুলো আবেদনে উল্লেখ করতে বলা হয়েছে সে গুলো তিনি উল্লেখ করেছেন।যে ভাবে হ্যাক হয়েছে সে গুলো আমরা তা উদ্ধারে আমরা ডিবি সারবার টিম তাকে সহায়তা করো।"
অপর দিকে আশরাফুল আলম (হিরু আলম) এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন- "আপনারা জানেন যে, কিছু দিন আগে আমার একটা একাউন্ট হ্যাক করেছে এ কথা বলেছিলাম। আবার করছে কি! ঈদের দুই দিন আগে "হিরু আলম" নামের যে ব্লু ভেরিফাই পেইজ টা ছিল সেটা হ্যাক করেছে।যার কারণে এটা নিয়ে খুব ব্যস্থ ছিলাম। এ জন্য কারো সাথে যোগাযোগ করতে পারিনি। আবার গত কাল করছে কি; আমার আশরাফুল আলম ফেসবুক আইডিটা হ্যাক করেছে। এই আইডিতে ইনস্টাগ্রাম, টিকটক, আরো দুইটি পেইজ ছিল, সে গুলো সবাই মিলে নয়টা আইডি হ্যাক করেছে।
"এই আইডি গুলো থেকে মোটামুটি ২/৩ লাখ টাকার ইনকাম ছিল জানিয়েছেন। তিনি আরও বলেন- " আমার পূর্বে কোন শত্রু ছিল না- এখন রাজনীতি করি, রাজনৈতিক কিছু শত্রু হয়েছে, আবার মিডিয়ার কিছু লোক আমাকে সেই প্রথম থেকেই দেখতে পারে না- তাদের একটা শ্রেণি শত্রু হয়েছে।
কাউ কে সন্দেহ হয় বলে জিজ্ঞাসা করতেই হিরু আলম বলেন- দেখন, হ্যাকারেরা হলো দেশের বাহিরের লোক তাদের সাথে আমার কোন শত্রুতা নেই এই দেশের একটা শ্রেনীর লোক যারা আমাকে পছন্দ করে না তারা মিলে এঘটনাটা ঘটিয়েছে।
আইডি উদ্ধারে আশাবাদি কত টুকু? প্রশ্নের জবাবে বলেন- ডিবি অফিসে এসে কমপ্লিন লিখিছি, স্যারেরা আমাকে আশা দিয়েছে - আইডি গুলো উদ্ধারে আমাকে সহায়তা করবেন। আমি আশাবাদী সহযোগিতা পাবো!
একটি মন্তব্য পোস্ট করুন